মন আমার দিশেহারা তন্দ্রা যে তাই টুটছে ,
স্নেহ মায়ার বাঁধন ছিড়ে অসীম পানে ছুটছে ;
সব পেয়েও সুখের দেখা পায়নি আমার মনটা,
খুব বেশী আর নেই তো সময় বাজতে ছুটির ঘণ্টা ।


অসীম পানে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ি,
মানবতার পতন দেখে যাই গো লাজে মরি ;
পথের ধারে পথ শিশু ক্ষুধায় কষ্ট করে,
ধর্ষিতা এক নারীর কান্নায় হৃদয় ব‍্যথায় ভরে।


কুলি মজুর কৃষক শ্রমিক উঠবে কবে জেগে?
ছাত্র শিক্ষক আমজনতা তুলবে কি ঝড় রেগে?
জনরোষে পড়বে ভেঙ্গে মিথ‍্যে তাসের ঘর,
হৃদয় আমার তাইতো নাচে ভুলে আপন পর।