দুঃখ স্মৃতি কষ্ট বাড়ায়
বিষন্নতা বাড়ায় প্রাণে ,
আপন যখন পর হয়ে যায়
ব্যাকুলতা জাগায় মনে ।
বাবা মায়ের স্মৃতি কথা
যখন তখন মনে পড়ে ,
চোখের কোনে অশ্রুধারা
বৃষ্টি হয়ে শুধু ঝরে ।
ভালবাসার কথা বলে
দূরে দূরে যে জন থাকে ,
হারিয়ে সে যাবে জানি
জীবন নদীর মরা বাঁকে ।
তেমন অনেক বন্ধু ছিল
সু সময়ের বন্ধু যারা ,
বিপদে তাই পাশে কভু
সাথী হয়ে রয় নি তারা ।
প্রেমের কথা শুনিয়ে যে
আময় পাগল করেছিল ,
ছলা কলায় ভুলিয়ে হায়
সে পালিয়ে গিয়েছিল ।