বাংলার কাব‍্যাকাশে তুমি যে এক ধুমকেতু,
তুমি ছিলে সৈনিক ছিলেনা কখনও ভিতু ;
তোমার গানে ছিল  মানবতার জয়গান,
তোমার কবিতায় উজ্জেবিত নওজোয়ান।
তুমি  বিদ্রোহী, কবিতায় পাই উল্কার গতি,
সাম‍্যের গান শুনিয়েছিলে তুমি নিরবধি ;
বিদ্রোহী তোমার কবিতা গান বড় প্রাঞ্জল,
উদ্দাম উচ্ছল ঝর্ণাধারার মত  চঞ্চল।
তোমার শিশুতোষ কবিতা আর ছড়া গানে,
উচ্ছলতা জাগায় যে সকলের প্রাণে প্রাণে ;
তোমার চির উন্নত শির তুমি মহবীর,
তুমি কালজয়ী এক  শ্রেষ্ঠ কবি ধরিত্রীর।