স্কুলের দুষ্টু ছাত্র যারা,
আজ দেশের রাজা তারা ;
অতি বিদ্বান অহংকারী,
বিপদে যান দেশটা ছাড়ি।
বিদ‍্যা বুদ্ধি বেশী যতো,
দেশপ্রেমের অভাব ততো ;
অল্প বিদ‍্যা ভয়ংকরী,
তারা তো নয় অহংকারী।
সত‍্য মিথ‍্যা যতই বলুক,
ন‍্যায়ের পথে নাইবা চলুক ;
দুষ্ট ছাত্রই তুলিছে পাল,
ঝড় ঝঞ্ঝায় ধরিছে হাল।
বিদ‍্যা শিক্ষায় পণ্ডিত যারা
তত্ব কথা শুনায় তারা,
মানবতা বুঝতে চায়না
দুঃখ কষ্ট তাদের সয়না।



( কবিতাটির প্রেথম স্তবক প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদ এর কবিতায় মন্তব‍্য করার সময়ের রচনা বলে কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম )