ঈদ মানেই তো আনন্দ সুখ
হাসি খুশীর দিন!
এমন দিনে আমি কেন
রই আনন্দ হীন?
চোখে আমার ব‍্যথার তারা
বুকটা দুঃখময়,
ছেলের জন‍্য নতুন জামা
কেনা যে না হয়!
আমি গরীব রিকশা চালাই
দিন আনি দিন খাই,
ঈদে নতুন জামা কাপড়
কেনার মুরোদ নাই।
রিকশাতে মোর কত মানুষ
কেনাকাটায় যায়,
তাদের কেনাকাটা দেখে
মনটা কষ্ট পায়!
অবশেষে খোদার রাহে
মনে পেলাম দম্,
ত্রিশ দিন রোজা রেখে
খরচ করি কম।
খোকার নতুন জামা হলো
বউয়ের শাড়িও হয়,
ঈদের দিনের খুশী এখন
সারা জগত ময়।