রমজান মাসের রোযার শেষে
উঠলো বাঁকা এক চাঁদ
হাততালি দেয় খোকা খুকু
পেয়ে আনন্দ সংবাদ।


রাত পোহালেই মহা খুশীর ঈদ,
সেই খুশীতে ভাঙ্গবে সবার নিদ।


নতুন কাপড় পড়বে সবাই,
খুশীমনে যাবে ঈদগাহে ;
সেথায় তারা পড়বে নামাজ
ধনী গরীব মিলে একরাহে।


সবার মুখে ফুটবে হাসি ঈদের দিনে,
কাঁদবেনা কেউ ঘরের কোনে সংগোপনে ;


নামাজ শেষে কোলাকুলি
করবে মুসলমান,
ঈদের দিনে বিত্তশালী
বিলাবে তার দান।


ঈদের খুশী ছড়িয়ে যাক সবার প্রাণে প্রাণে,
ধনী গরীব বুক মেলাবে ভালবাসার টানে।