জীবন চলার পথে ভুলে মানবতা
করে বাহাদুরী ওরে থাকো রঙ্গ রসে ,
ভুলে আছো সকলেই ধর্মের বারতা
একে না হইলে কাজ হয় না তা দশে ।
মানুষে মানুষে নেই কোন ভেদাভেদ
সকলে আল্লার সৃষ্টি আদমের বংশ ,
তবু কেন পৃথিবীতে এতটা বিভেদ
কেন এত যুদ্ধ হয় বয়ে আনে ধ্বংস ।


আল্লাহ দিলেন দ্বিন দিলেন কোরান
বিশ্বাসীদের দিলেন নতুন বিধান ,
শেষ নবী নিয়ে এলো ইসলামী জ্ঞান
মানব কল্যাণে নবী করে আহবান ।
ভুলে গিয়ে দ্বিদ্বা এক হও ইসলামে
মানবতা জিতবেই জীবন সংগ্রামে ।




হজ্জ পরিপালন করতে গত ১৮ই জুন ২০২৩ ইং মক্কায় এসেছিলাম আজ শেষ দিন , আগামীকাল মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করবো , দীর্ঘ এক মাস চার দিন মক্কায় থেকে এই শহর, আল্লার ঘর বাইতুল্লাহ্ বা কাবা ঘর ছেড়ে যেতে সত্যিই খুব খারাপ লাগছে । সকলের দোয়া প্রার্থী ।