একদিন চলে যাব ভাবলে ই মনে হয়,
কেন তবে আসা এই ধরার কুঞ্জ ছায়ায়?
কেন তবে এত প্রেম? স্নেহ মায়া প্রাণে,
হাহাকার করে ওঠে চেনা পৃথিবীর টানে।
ভাবতেই কান্না আসে অবিরল অশ্রুধারা,
বিদায়ের ক্ষণে তাই হয়ে যাই আত্মহারা ;
ধরণীর বুক ছেড়ে চলে যাব একদিন,
জীবনের পথে পথে থেকে যায় কত ঋণ।
মায়ের আঁচল আর পিতার স্নেহের কথা,
রক্তের বাঁধনে বাঁধা স্বজন বিয়োগ ব্যথা ;
সবই কি মিছে তবে ক্ষণিকের খেলাঘর!
রবে না আমার কিছু জানি মরণের পর।
ভোরের সূর্য কিরণ কিংবা পূর্ণিমার চাঁদ,
কিছুই দেখা হবেনা নামবে আঁধার রাত ;
পাখির কলতান কি আর শুনা যাবে কানে?
হৃদয় ব্যাকুল হবে আকাশ নীলের টানে!
প্রেম হবে অর্থহীন প্রেমিকা ও হবে পর,
চির বিদায়ের ক্ষণে ভাঙ্গে সাজানো বাসর ;
নিয়তির এ খেলায় তুমি আমি খেলোয়াড়,
জীবন সায়াহ্নে এসে মেনে নিতে হয় হার।
যেতে হবে চলে যাব পিছু কেউ ডাকবে না,
মরণের পর কেউ কাছে আর থাকবে না।