মায়ের হাতের স্নেহের পরশ আজো পেতে চাই
হয়না যে তা পাওয়া,
মা যে এখন আকাশের ঐ তারা, ডাকছে আমায়
'আয় খোকা কাছে আয় একটু আদর করি'
আমি অশ্রুজলে ভেসে বলি কেমন করে যাব আমি
তোমার কাছে মাগো, আমার যে এখনও পাশপোর্ট হয়নি।
প্রথম প্রেমের সোহাগী পরশ আজো আমায়
উতলা করে , তারে ভুলবো কেমন করে ?
সে তো এখন অনেক দূরে সাত সমুদ্রের ওপারে,
তার কাছে কেমন করে যাব আমি
আমার ভিসা যে আজও মেলেনি।
স্বজন যারা কাছে ছিল বন্ধু যারা পাশে ছিল
সবাই এখন মুখ ফিরিয়ে নিয়েছে,
অর্থ কড়ি সহায় সম্বল যা কিছু ছিল আমার
সব ওরাই কেড়ে নিয়েছে, এখন আমি পরজীবী ;
বড্ড একা, নিঃসঙ্গ জীবন আমার, এখন আমি
বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে রাতের আকাশ দেখি
আর তারার মাঝে চেনা মুখগুলো খুঁজি।