বাংলা আমার মাতৃভাষা
আমার মুখের কথা
সে ভাষাতে ই বলতে কথা
প্রাণে জাগে ব‍্যথা।


বাংলা মায়ের দামাল ছেলে
রক্ত দিয়েছিল,
মাতৃ ভাষার মান রাখিতে
জীবন সঁপেছিল।


তাদের কথা আজও মোরা
শ্রদ্ধা ভরে স্মরি,
ফেব্রুয়ারি র একুশ তারিখ
মনে ধারণ করি।


রক্ত ঝরা সে দিনগুলি
ভুলতে কি আর পারি?
একুশ আছো হৃদয় জুড়ে
তপ্ত আহাজারি!


তুমি হলে প্রেরণা মোর
স্বাধীনতার যুদ্ধে,
একুশ তুমি ভাষা দিবস
স্মরি মন্ত্র মুগ্ধে!