একুশ শতকে আজ,
বদলে গেছে মানুষের জীবনধারা
পুরাতন মূল্যবোধে পড়েছে নাড়া,
প্রযুক্তির সফল ব্যবহারে সভ্যতা আজ
ডিজিটাল যুগে গড়ছে যান্ত্রিক সমাজ ।
মানুষের কাছে আজ ভালবাসা মূল্যহীন
স্নেহ প্রেম মায়া আবেগ সবই অর্থহীন,
রক্তের সম্পর্ক মায়ার বাঁধন হয়েছে ছিন্ন
ডিজিটাল ভাবনায় আবেগের রূপ ভিন্ন ।
মানুষের কাছে আজ সৃষ্টি আছে সুখ নেই
ভোগ বিলাসের সক্ষমতা আছে প্রেম নেই,
অদ্ভুত সব দর্শনে মানুষ হচ্ছে দিশেহারা
আর্থ সামাজিক ব্যবস্থায় চলছে ভিন্ন ধারা ;
যেখানে মানবতা নেই শুধু জীবন ভাবনা
আছে বিত্তের প্রত্যাশা নেই সাম্যের বাসনা ।


একুশ শতকে আজ,
অনেক কিছুই বদলে দিয়েছে প্রযুক্তি
বদলাতে পারেনি প্রকৃতির চিরন্তন শক্তি,
আজও গ্রহ নক্ষত্র একই কক্ষ পথে ছুটছে
চন্দ্র সূর্য একই নিয়মে দিন রাত আনছে ।
আছে মানব জীবনে ক্ষুধা অসুস্থতা
দুঃখ দৈন্যতা থেকে মুক্তির ব্যাকুলতা,
আছে দুর্নীতি দুঃশাসন হত্যা ধর্ষণ
মুখোশের আড়ালে আছে স্বৈরচারী আচরণ ;
ধর্ম এখনও ব্যবহার হয় স্বার্থ রক্ষায়
শোষণ বঞ্চনায় আজও মানুষ কষ্ট পায় ।


একুশ শতকে আজ,
মানবতা হয়েছে নির্বাসিত
সাম্যের ভাবনা তিরোহিত ,
ভালবাসা প্রেম স্নেহ মায়া
মরিচিকা সম আলো ছায়া ।
যৌবন আজ ভোগ বিলাসে উন্মত্ত
বিত্ত বৈভবের লালসায় উদভ্রান্ত ।
প্রযুক্তি বিকাশের এই যুগ সন্ধিক্ষণে
প্রতিবাদের ঝড় কি উঠবে না নবীন প্রাণে !
শুদ্ধ চিন্তায় আনবে কে মানবের কল্যাণ?
তার ই খোঁজে রচি আজ এই কবিতা গান ।


               ******



* তথ্য প্রযুক্তির সঙ্গে ইন্টারনেট যুক্ত হয়ে ডিজিটাল যুগের সূচনা করে যা মূলত বিংশ শতাব্দীর শেষে ও এক বিংশ শতাব্দীর শুরুতে সংঘটিত হয় ।
* আজকে আমার ১৬০০তম কবিতা, কবিতাটি বাংলা কবিতা ডঢ কমের সকল কবির প্রতি উৎসর্গ করলাম।