হৃদয়ের দ্বার খুলে আজ এসো হে বাংলাদেশী,
সব দ্বিধা ভুলে আজ শুধু দেশকে ভালবাসি ;
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে এনেছি স্বাধীনতা,
সকলে মিলে আগলে রাখবো মানিনা অধীনতা।
সুজলা সুফলা শস‍্য শ‍্যামল সোনার বাংলাদেশ,
করনা গো দুর্নীতি দুঃশাসন দিয়ে তারে নিঃশ্বেষ ;
সহজ সরল নিরিহ ছিল বাংলার জনগণ,
অনল গরলে মিথ্যে ভাষণে বিষাক্ত হয় মন।
দিকে দিকে হানাহানি বৈষম্য ধর্ষণ অবিচার,
ধর্মীয় সম্প্রীতি, ভালবসা নেই শুধুই হাহাকার ;
কারও আছে ক্ষমতার দম্ভ আর অর্থের বড়াই,
শোষিত বঞ্চিত এক হলে জানি বাধবে লড়াই।
রক্তের নহর বইবে আবার বাংলার রাজপথে,
ভাইয়ের হাতে ভাই খুন জনতার আদালতে ;
এমন দেশতো চাইনা চাই শান্তির এক দেশ,
সুজলা সুফলা শস‍্য শ‍্যামল সোনার বাংলাদেশ ।