আমার হৃদয় আকাশে এক ফালি চাঁদ
চেয়ে আছে আমারই পানে বসিয়ে প্রেমের ফাঁদ .
যত তারে কাছে টানি সে যায় দুরে সরে
বুঝেনা সে আছে মোর অন্তর জুড়ে ।
চাঁদের আলোয় আলোকিত মন
প্রেমের আবেগে শঙ্কিত সারাক্ষণ ,
পাহাড়ের পাদদেশে নদী তীরে বালুতটে
তাহারই ছায়া পড়ে যার ছবি আঁকা মনে ।
যখনই দিন শেষে রাত আসে
এক ফালি চাঁদ ওঠে রাতের আকাশে
আলো জ্বেলে প্রেম ভাবনার।
সে আমায় মনে রাখুক আর নাই রাখুক
আমি তো ভুলি নি তারে।
রোমাঞ্চের দিন শেষ হবে একদিন
মায়ার বাঁধন আলগা হবে ধীরে ধীরে
অনেকেই রবে না সেদিন আজ যারা আছে কাছে
আমি থাকবো আমরণ তার পানে চেয়
মুগ্ধ দৃষ্টি মেলে ।
অনেক নক্ষত্রের ভিড়ে এক ফালি চাঁদ
ভেসে ওঠে ক্ষণিকের তরে
দিয়ে যায় বিরহের পূর্বাভাস পেতে মরণের ফাঁদ।