ফাগুন দিনের উদাস দুপুর
মনে বাজে প্রেমের নূপুর ,
কোকিল ডাকে একলা বনে
আগুন ধরায় প্রেমিক মনে ।
শিমুল পলাশ থোকায় থোকায়
ঠাঁই পেতে চায় প্রিয়ার খোপায়,
কৃষ্ণচূড়া হাওয়ায় দোলে
প্রিয়ার বুকে ঝড় তোলে।
প্রজাপতি ভ্রমর অলি
খুঁজে বেড়ায় ফুলের কলি,
লুটবে মধু ইচ্ছেমত
ফুল কলিতে আছে যত ।
ফাগুন ভোরে নগ্ন পায়ে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে,
ছুটছে এ কোন প্রিয়ংবদা
ভাবখানা তার কৃষ্ণ রাধা।
পড়াবে সে বরণমালা
মেটাবে তার মনের জ্বালা,
ফাগুন দিনের সাঁঝের বেলা
বসবে প্রেমের মিলন মেলা।