আবার এসেছি মা গো ফিরে তোর কোলে,
যেখানে শাপলা পদ্ম ফোটে খালে বিলে ;
সাদা কাশফুল যেথা হাওয়ায় দোলে ,
রূপের মাধুরী দিয়ে মন কেড়ে নিলে ।
বাঁশঝাড় ঝাউ বন সবুজ বনানী,
ফিরে এলাম মা তোর বটের ছায়ায়,
যেখানে ক্লান্ত পথিক শান্তি খুঁজে পায় ;
ফুলে ফলে ভরা তুই সকলের রানী।


নদী নালা খালে বিলে ভরা তোর বুক,
মা তোর সন্তান ছিল সহজ সরল,
সোনালী ফসল ফলে চাষী পায় সুখ ;
বর্গি রা তাদের মনে ঢাললো গড়ল।


মানুষে মানুষে দ্বন্দ্ব নেই আজ শান্তি,
ফির এসেছি তাই বিনাশে অশান্তি।



অনিয়মিত রূপকল্প
কখকখ গঘঘগ ঙচঙচ ছছ