বনময়ূরীর ছন্দে দুলে যখন তুমি হারিয়ে গেলে,
বিরহের দহন জ্বালায় হৃদয় মোর ভরিয়ে দিলে ;
নিঃসঙ্গতায় কাটলো আমার কত ব‍্যথাভরা যামিনী,
তবু আশা ছাড়িনি হৃদয় দুয়ার বন্ধ করে রাখিনি।

অন্তরে মোর তিব্র দহন হৃদয়ে অমাবস‍্যার কাল,
নতুন দিনের ঊষার আলোয় মন হয়ে যায় ভাল ;
অশ্রুভেজা দুটি চোখে আজ খুশীর ছোঁয়া লাগলো,
তমশাচ্ছন্ন জীবনে মোর দেখছি আশার আলো।

ভরা পূর্ণিমায় কক্ষচ‍্যুত নক্ষত্রের হাত ধরে,
আকাশ কুসুম বীথি ছেড়ে তুমি আজ এলে ফিরে;
স্পন্দনহীন লীলায়িত তোমার প্রেমের আবর্তে,
অনুরাগের জলধি গড়ায় মোর হৃদয় সৈকতে।