গরীবের সব কেড়ে প্রাচুর্য গড়েছো ,
যার সব কেড়ে নিলে সে তো সর্বহারা ,
অভাবের তাড়নায় সে যে ঘরছাড়া ;
তাহার দুঃখের কথা কভু কি ভেবেছো ?


দুঃখের দিনে যে জন ছিল পাশে পাশে ,
তার সব কেড়ে নিয়ে দিলে দূরে ঠেলে ,
ছলনার বিষ ঢেলে তারে কষ্ট দিলে ;
পর করে দিলে তারে কোন্ অবিশ্বাসে !


ঐশ্বর্য ক্ষমতা আজ যার কণ্ঠহার ,
কালের বিবর্তনে তা হয়ত রবে না
ভাঙ্গাগড়ার খেলাও থেমে থাকবে না ;
চূর্ণ হবে একদিন দম্ভ অহংকার ।


বিবেকের তাড়নায় জাগো না এবার ,
দুঃস্তকে ফিরিয়ে দাও তার অধিকার ।