জন্ম তার যথা তথা দেখতে মন্দ না
হলুদ খয়েরি দুই রঙ্গের বাহার,
গাঁদা ফুল নাম যার করছি বন্দনা
ঘর সাজাতে কদর অছে যে তাহার।
শীতের দিনে ফুটেছে সে বাড়িয়ে শোভা
প্রথম দেখে আফ্রিকা আজ বিশ্বময়,
থোকায় থোকায় ফুটে হয় মনোলোভা
খোপায় গুজে রমণী করে মন জয়।


হলুদ গাঁদার ফুল করেছে ব‍্যাকুল
মিষ্টি সুবাস ছড়িয়ে করে বিচরণ,
ভুবন মোহিনী অঙ্গ রূপে সে অতুল
বাহারি রূপ ও রঙ্গে ভরে ফুল বন।


বরণ ডালায় রাখি ভাগ‍্য লক্ষী মেনে,
বাসর সাজাতে বধু কাছে নেয় টেনে।