কে পেরেছে দিনকে ধরে রাখতে ,
রাতকে থামিয়ে দিতে ?
কেউ কি পেরেছে থামাতে নিত্যকার সূর্য উদয় ,
সন্ধ্যাতারার আগমন ঠেকাতে ?
শোকাচ্ছন্ন অপরাহ্নে মানুষের জীবন-স্পন্দন
যখন স্তিমিত হয়ে আসে,
কেউকি পারে না দুর্বার প্রাণবেগে দুর্জয় শক্তিতে
ভরিয়ে দিতে শোণিত উচ্ছ্বাসে ?
মানবের বুকে সংগ্রামী চেতনা জাগাতে
কেউ কি আসবেনা ?
যুগের প্রাচীর ভেঙ্গে নতুন পতাকা উড়াতে
নবীন যুবারা হাতে হাত মেলাবেনা ?
প্রসন্ন প্রভাতে গতিময় জীবন ধারা আনতে
সকলে শপথ নাও আজ ,
মহাকালের লুপ্ত দিনের শিক্ষা নিয়ে
গড়বে নতুন সমাজ ।