ওরা গভীর জলের বড় মাছ,
ওদের ধরা নয় রে সহজ কাজ ;
সুযোগ বুঝে তুলবে মাথা ঠিক
স্বেচ্ছাচারী মানুষ ওরা আজ।


ওরা চলে হিসেব করে
সদা বাঁকা পথটি ধরে,
ক্ষমতা পায় দুর্গ গড়ে
দম্ভ নিয়ে নড়ে চড়ে।


ওদের গর্ব খর্ব করে
নিপীড়ককে রুখবে কবে?
প্রতিবাদের আগুন জ্বালাও
চাইলে তুমি যুদ্ধ হবে।


ময়দান ছেড়ে যাচ্ছো কোথায়?
আমজনতা ডাকছে তোমায় ;
লড়াই করো লড়াই চালাও,
স্বেচ্ছাচারীর পতন ঘটাও।