ফুলের বাগানে তুমি অপরূপ শোভা ,
তোমারে গুঁজিতে নারী বাধে তার খোঁপা ;
প্রেমিকের কাছে তুমি কত মনোলোভা ,
গোলাপ কলিতে মনে প্রেম হয় রোপা ।
তোমারে যে ভালবাসে খোলা তার মন ,
তার সনে প্রেমে মজে হৃদয় আকুল ;
তোমার পাপড়ি সনে যামিনী যাপন ,
ফুলশয্যায় থাক তুমি প্রেমেতে ব্যাকুল ।


প্রকৃতির দান তুমি মনোহর সৃষ্টি ,
তোমার সুরভী আনে প্রেম ভরা দৃষ্টি ;
তোমারে মথিয়া কেউ আতর বানায় ,
সুবাসে হৃদয় ভরে কানায় কানায় ।
লাল কালো সাদা আর গোলাপী রঙের ,
গোলাপ তুমি যে শোভা বিশ্ব গুলবাগের ।  




বরেণ্য কবি প্রমথ চৌধুরীর গোলাপ কবিতায় মুগ্ধ হয়ে আমিও গোলাপ নিয়ে সনেট লেখার চেষ্টা করলাম তবে কবি ফরাসী ধরণ অনুসরণ করেছেন আর আমি করলাম শেক্সপীরিয় ধরণ তবে ষষ্টকে ভিন্নতা আনলাম দ্বিপদী পয়ার দিয়ে ।