ঘুঘু দেখে খুশী তুমি
ফাঁদে তো আর পড়োনি,
দেখবে এবার কেমন মজা
সোজা পথ যে ধরোনি!


এক্কেবারে হোসনা অবুঝ
একটু বোঝার চেষ্টা কর্
মিথ‍্যে বলে পার পাবিনা
থাকতে কাছা লুঙ্গি ধর্!


মিষ্টি কথায় ভুলিয়ে তুই
করবি কত ছল রে!
দুর্নীতি তোর মজ্জাগত
ছাড়বি কবে বল রে?


পুকুর চুরি করলি কত
সরকারী ঐ অফিসে,
চাকরিটাও তো পেয়েছিলি
মামা খালুর পা পিষে!


মন্দ কাজের ফলটা মন্দ
অসৎ হয়ে থাকতে হয়,
যতই জমুক অর্থ কড়ি
হালাল রুজি সে তো নয়!


আজকে না হয় লাগলো ভোগে
কালকে তুমি করবে কি!
মরণ কালে এত সম্পদ
কোন কাজে আসবে কি?