আজ হঠাৎ আমায় দেখে কেন খোপা বাঁধলে ?
আঁচলে মুখ না ঢেকে কেন কাছে আসলে !
হাতে আমার লাল গোলাপ ছিল ,
সে গোলাপ শাখায় কাটাও ছিল ;
পরাইনি সে ফুল তোমার কাল চুলের খোপায় ,
হাতে ও পারিনি দিতে ,যদি রক্ত ঝরে কাটায় ।
অভিমানে আঁচলে ডাকলে তুমি মুখ ,
বিরহের জ্বালায় ভাঙ্গলো আমার বুক ।
হাতের গোলাপ হাতেই শুকায় ,
পাপড়ি গুলো ঝরে পড়ে হায় ;
তোমার আমার মিলন তিথি হলো দুঃখময় ,
পেয়েও বুঝি হারাই তোমায় মনে জাগে ভয় ।
গোলাপ যে তোমার প্রিয় খুব
সে তো জানা ছিল আমার ,
ভেবেছি তাই গোলাপী সৌরভে
ভরিয়ে দেব হৃদয় তোমার ।
পারিনি তা , কাটার ভয়ে খোপা দিলে খুলে ;
ফুল দেখনি ,দেখলে কাটা, দূরে সরে গেলে ।