পেশাজীবী বুদ্ধিজীবী সবাই টাকা খায়
টাকায় নেই কারও এলার্জি ,
টাকা পেলে সবাই আরও পেতে চায়
এতে বাড়ে অনেক এনার্জি ।
জগতে দিনরাত টাকা টাকা করেন যারা
লোকে তাদের টাকার কুমির বলে ,
কুমির হয়ে তাদের সবার টাকার ক্ষুধা
দিনে দিনে বেড়েই শুধু চলে ।
চাকরী পেলেই সাহেব মিঞা বাবুদের
বড্ড বেশি টাকার নেশায় ধরে ,
সুযোগ পেলেই ঘুষ খেয়ে কর্তারা সব
বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে ।
ঘুষখোর বললে অফিসাররা সবাই
ভীষণ রেগে হন অগ্নিশর্মা ,
সফেদ পোষাক পরে দুনম্বরী কাজে
ওনারা ভীষণ করিৎকর্মা ।