হাজার বছর ধরে এই জনপদে
শোষণ বঞ্চনা ছিল, চলে নিরন্তর ;
বিদেশী তস্কর হেথা ছিল মসনদে,
বিভেদের রাজনীতি ছিল যে তৎপর।
সোনার বাংলা ছিলনা সোনা দিয়ে মোড়া,
আকাশে বাতাসে ছিল তীব্র হাহাকার ;
অত‍্যাচার নির্যাতন ছিল দেশজোড়া,
শোষণের যাঁতাকলে আর্তের চিৎকার!

প্রতিবাদী ভাষা ছিল নিতান্ত দুর্বল,
চাহিদা পূরণে ছিল ব‍্যাপক তফাৎ ;
পেটে ক্ষুধা নাই বল হারায় সম্বল,
তবু জাগে তারা কাটে অমানিশা রাত।

বিদ্রোহ করে বাঙ্গালী মুক্তির আশায়,
স্বাধীনতা আনে তারা নব চেতনায়।