আমার এই কবিতা কেউ কি পড়িবে
হাজার বছর পরে গভীর আগ্রহে ,
কবিতার মর্মবাণী মনে কি রাখিবে
জীবনের কথা ভেবে অতীব উৎসাহে ।


আমার এ কবিতায় বলতে চেয়েছি
একবিংশ শতাব্দীর মানুষের কথা ,
যেথা ক্রোধ হিংসা দেখতে পেয়ছি
প্রকটিত হয়ে আছে বিরহের ব্যথা ।


প্রেম ভালবাসা বন্দী স্বার্থ বেড়াজালে
মানবতা নির্বাসিত সমাজ চিন্তায় ,
যুদ্ধের দামামা বেজে ওঠে তালে তালে
ক্ষুধা দারিদ্র বৈষম্য মানব সত্তায় ।


হাজার বছর পরে হে প্রিয় মানব ,
আমাদের ভাবিছ কি ক্ষুধার্ত দানব !