হজে যাবার বাসনা সুপ্ত ছিল প্রাণে,
সে আশা পূরণে আজ যাচ্ছি মক্কা পানে ;
এহরাম বেঁধে তাই নিয়ত করেছি,
তালবিয়া পড়ে পড়ে হৃদয় সঁপেছি।
আল্লার ঘর দেখবো মনে ছিল আশা,
সে ঘরের কাছে যাব নিয়ে ভালবাসা ;
আশায় আশায় কাটে কত দিন রাত,
আশা পূর্ণ হয় যেন করি মোনাজাত।


হজের আগে প্রথমে করি ওমরাহ,
হজ করতে হবো না কভু গোমরাহ।


ছহি তরিকায় করি হজের নিয়ত
তিনটি ফরজ কাজ, নয় ওয়াজিব ;
আরও আছে দশটি নবীর সুন্নত
হজ করে হবো আজ পাপ মুক্ত জীব।



স্বপ্ন পরনের দিন আজ
পবিত্র হজ্জ পালনের উদ্দেশে আজ দেশ ছাড়ছি
সন্ধ‍্যা ৭:১৫ তে বাংলাদেশ বিমানে
সকলের কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া কামনা করছি।