এক অনাহুত বিষণ্নতা আমার কবিতায় ভীর করে,
যা আমার সবচেয়ে অধিক অপছন্দের সেই বিরহ
অবিরল ধারায় বয়ে চলছে কবিতার চরণ ধরে ;
বিফল প্রত‍্যাশার যন্ত্রণা আমায় কষ্ট দেয় অহরহ।
মানব মনে নৈতিকতার অবক্ষয় ব্যভিচার যৌনতা,
দুর্নীতি দুঃশাসন শোষণ বঞ্চনা প্রতিহিংসার আলোড়ন
আমার কবিতায় অবিরাম ভর করে সব নির্মমতা
কখনও যা বলার নয় তাই বলি ঘটে ছন্দপতন ;
বর্ণে শব্দে ফুটে ওঠে অনাবিল ভালবাসার ব্যাকুলতা।
আমার কবিতায় জন্ম নেয় জীবাণুনাশক শত শত,
যাকে প্রতিদিন বর্ণমালার নতুন অস্রে সজ্জিত করি
তবুও দেখি বিষাক্ত কীটপতঙ্গ ধেয়ে আসে অবিরত ;
হারাবার শঙ্কায় কবিতা বাঁচাতে প্রেমিকার হাত ধরি।