হরেক রকম ভাবনা রে ভাই
হরেক রকম ভাবনা,
দূরের মানুষ কাছে এলেই
হয়না তারা আপনা।
যাদের মাথা মন্ত্রে ভরা
হরেক রকম মন্ত্র,
মুখে তাদের গণতন্ত্র
কাজে স্বৈর তন্ত্র।
মানবতা নেই কোথাও
আছে শোষণ বঞ্চনা,
কথা কাজে অমিল তাদের
কত যে প্রবঞ্চনা।
লোক দেখানো কত প্রেম
কত ভালবাসা,
মিথ‍্যে মায়ার ছলনাতে
হয়না পূরণ আশা।