একদিন হয়তো সে আসবে ,
আমার কষ্ট গুলোকে নিজের করে ভাববে ;
আমার দুঃখে দুঃখ পেয়ে আমায় ভালবাসবে ।
রূপকথার রাজ্য ছেড়ে ,
আকাশ পেরিয়ে পাখির ডানায় ভর করে ;
পৃথিবীর সব বাধা উপেক্ষা করে ,
আমার সকল কষ্ট মুছাতে
একদিন হয়তো সে আসবে ।
প্রকৃতির অপূর্ব সৃষ্টি এ পৃথিবী ,
ক্রমাগত বদলে যাচ্ছে সভ্যতার বিকাশে ;
বদলে যাচ্ছে মানুষ, মানুষের আচরণ ,
প্রযুক্তির নির্ভরতায় হারিয়ে যাচ্ছে মানবিকতা ;
নির্মল বাতাস আর নির্মল নেই ,
উন্মুক্ত নিল আকাশ নেই শুধু কাল মেঘ ;
বিষাক্ত কেমিকেল মিশে আছে প্রতিটি ধূলিকণায় ,
দুর্যোগ-মহামারী, যুদ্ধে মানুষ হারাচ্ছে তার
মানুষ হয়ে বেঁচে থাকার সুকুমার আবেগ ।
বেচে থাকার লড়াইয়ে হয়ে উঠছে স্বার্থপর ,
মায়া মমতা, স্নেহ প্রেম ভালবাসা সব আজ মেকি ;
লোক দেখানো, বাস্তবতা !
এত কষ্টের মাঝেও প্রেম আসে ভালবাসা হয় ,
বিরহের বেহাগী বাঁশী ও বাজে !
জাগে প্রত্যাশা কেউ হয়তো আসবে ,
রমণীয় স্পর্শ দিয়ে সকল কষ্ট ভুলা বে ;
আমার দুঃখে দুঃখ পেয়ে আমায় ভালবাসবে ।