নারী সে তো স্নেহময়ী করুণা দায়িনী ,
কখনও মায়াবতী অতি আদরীনি ;
মায়ের আদলে মুখ যেন তারে চিনি ,
কাছে এলে কাকনের বাজে রিনিঝিনি ।
কলাবতী বলি যদি করে অভিমান ,
স্বপনে দেখিনু তারে উচ্ছ্বসিত প্রাণ ;
কখনও কন্যা তুমি তুমিই জননী ,
তোমার কারনে হেরি বর্ণিল অবনী ।


নও তুমি গুনহীন যুবতী রমনী ,
ম্লাণমুখ থাক কেন উদ্ধত্ব দামিনী ?

হে রমনী তুমি মোরে এনেছো ভুবনে ,
প্রেমের অঞ্জলী ঢালি তোমার চরণে ;
সতত তোমার লাগি করি আরাধনা ,
প্রেরণার উৎস তুমি হে নারী অনন্যা