তুমি আছো ধরা মাঝে গৌরবে সৌরভে,
হে মোর বঙ্গজননী তুমি যে রূপসী
প্রকৃতির দানে তুমি হয়েছো শ্রেয়সী ;
এমন বিচিত্র ভুমি নাহি আর ভবে।


সবুজ শ‍্যামলে ভরা অঙ্গ খানি যার,
নদী নালা খাল বিল ফসলের মাঠ
এখানে সেখানে বসে মানুষের হাট ;
ফুলে ফলে সুশোভিত থাকে চরি ধার।


সোনার বাংলা নামেতে ডাকিলাম যারে
শোষণের হাহাকার দেখি তার বুকে,
মন কাঁদে তার লাখো শহীদের শোকে ;
তারাই মুক্তির স্বাধ এনে দিল তারে।


আজ এই ধরা মাঝে হে বঙ্গজননী
স্বাধীনতা পেয়ে হলে সকলের রানী।