বলছি শোনো, তোমরা আমায় যতই বলো ইঁচড়ে পাকা ,
এই সময়ে যায় কি বলো  চুপটি করে বসে থাকা ?
বয়স আমার ঠিক আঠারো হবো আমি নতুন ভোটার ,
এই তো সময় প্রতিবাদের মিথ্যার টুটি চেপে ধরার ।
সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য লাগামছাড়া ,
বদলে যাচ্ছে ক্রমে ক্রমে গরীব দুঃখীর জীবনধারা :
উপর তলার মানুষগুলো যে যার মত লুটছে টাকা ,
ঋণের ভারে ঝুঁকছে মাথা জনগণের পকেট ফাঁকা ।
শাসক শুধু ভাবছে বসে গদি টা মোর বাঁচাতে হবে ,
হাত তুলে কেউ শ্লোগান দিলে চলবে হাজার গুলি তবে ;
মরবে মানুষ অকাতরে ভয়ে কি তাই চুপসে যাবো !
যতই বলো ইঁচড়ে পাকা প্রতিবাদী হবোই হবো ।