ইসলামের দেখা পেল যখন আরব মরুচারী,
আরবের মানুষ ছিল তখন বড়ই অহংকারী ;
অন্ধবিশ্বাস কুসংস্কার ছিল তাদের মজ্জাগত,
অশ্লীলতা বেহায়াপনায় ছিল তারা নিমজ্জিত।
আরবের বুকে ছিল তখন ঘোর অমানিশা,
বেদুইনরা ছুটতো বুকে নিয়ে রক্তের পিপাসা ;
গোত্র কলহ ছিল নিত‍্য দিনের সঙ্গী তাহাদের,
খেলনা সম সেবাদাসী করে রাখতো নারীদের।
আরবের প্রাণকেন্দ্র ছিল তখন মক্কা নগরী,
কুরাইশ গোত্রপতি সেথায় করত মাতুব্বরী ;
তাদের ঘরে জন্ম নিলেন শেষ নবী মোহাম্মদ,
মানুষকে দেখিয়েছেন তিনি সত‍্য ন‍্যায়ের পথ।
প্রচার করেন তিনি শান্তির বাণী ইসলামের,
মুক্তির উপায় খুজে পেল মানুষ পরকালের ;
অন্ধবিশ্বাস কুসংস্কার আর পৌত্তলিকতা ছেড়ে,
এক আল্লায় বিশ্বাসী হয়ে ইসলামের পথ ধরে।


** আমার এই পাঁচশত ( 500 ) কাব‍্য প্রকাশের দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা **