চির সবুজ গুল্মে যে নিজেকে ফোটায়
ভাললাগার আবির মাখা অঙ্গ জুড়ে ,
নানা বর্ণে নানা রূপে শোভা সে বাড়ায়
নামটি যে তার জবা বলি সুরে সুরে ।
রূপ দেখে তার মুগ্ধ হলো দুটি চোখ
জবা ফুলে সাজে নারী বেঁধে কলো চুল ,
মালা করে গলে পড়ে করছে পরোখ
জুমকো জবা হয়েছে যে কানের দুল ।


গোলপী হলুদ লাল সবুজ ও কলো
আকাশে মেলিয়া আঁখি ফুটে রয় জবা ,
জবা ফুলের বর্ণ যে লাগে কত ভালো
কাননে কুসুম কলি দেখে  তার প্রভা ।


শিশির ভেজা জবা যে রমনীয় ছায়া ,
রক্তজবা আনে প্রাণে প্রেমময় মায়া ।


( শেক্সপিয়রীয় সনেট )