অনেক কিছু জানি আমরা আবার
অনেক আছে অজানা ,
চাঁদের দেশে যাচ্ছে মানুষ তবু
কেন চন্দ্রলোকটা অচেনা ?
মঙ্গলগ্রহে আছে প্রাণী যা শুধু
বিজ্ঞানীদের কল্পনা ,
উদ্ভিদ আর জীবে প্রাণ সঞ্চার হয়
কি করে কেউ জানেনা ।
অনেক কিছু জানা মানুষের , তারা
অনেক করেছে আবিষ্কার ,
পৃথিবীতে মানুষ সৃষ্টির রহস্য কি
হয়নি আজও পরিস্কার ।
বিশ্বজুড়ে গ্রহ-নক্ষত্র , দিনরাত্রি
একই নিয়মে চলছে ,
কে এই নির্ভুল দক্ষ চালক
জবাব কি তার মিলছে ?
সৃষ্টি করে জগতটাকে, কে করেছেন
সেথায় প্রাণের সঞ্চারণ ?
মেধা ও বিবেক দিয়ে খুজলে তারে
হয়তো মিলবে সমীকরণ !