জানি আর আসবেনা ফিরে সেই দিনক্ষণ ,
তবু মন স্মূতির পাতায় করে সন্তরণ ।
ফিরে যেতে চায় সেই বৃষ্টি ভেজা মেঠো পথ ধরে
কদম তলায়, যেখানে থাকতে তুমি চাতক পাখির মত
আমারই অপেক্ষায় । আমি মুগ্ধ হতাম
তোমার অষ্টাদশী যৌবন, ভেজা সালোয়ার কামিজে
স্পষ্ট হয়ে ধরা দিত আমার চোখে ;
তোমার উন্নত বক্ষের উঠানামা ,
ভেজা চুল থেকে ঝড়ে পড়া মুক্তো দানা ,
মেরেলিন মনরোর মত মুখে মোনালিসা হাসি ,
ক্লিওপ্রেট্রার মত কামকাতর আবেগ ,
শ্বেতশুভ্র নগ্ন দুটি পা , আমায় মাতাল করে দিত ।
তোমার ভেজা ঠোটে ঠোট রেখে চুমু খেতে খেতে
ভাবতাম প্রেমের ভুবনে আমিই বুঝি সফল পুরুষ ।
তুমি আমি ভেজা বৃষ্টিতে , সে যেন বৃষ্টি নয় প্রেমের বারি ,
কত আবেগ কত গভীর প্রেম ছিল সেদিন দুজনার মনে ;
বৃষ্টি থেমে গেলে তুমি চলে যেতে তবু মনে হতো
তুমি আছো আমার অস্তিত্বে মিশে ।
আজ বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে ভাবি ,
এত প্রেম এত আবেগ কোথায় হারিয়ে গেল ?
দুজনের পথচলা যখন রেললাইন ছেড়ে
আঁকাবাঁকা পথ ধরলো , সেই থেকে ভাঙ্গনের শব্দ শুনি ;
রইলোনা আবেগ, প্রেমময় মগ্নতা , কামনার তপ্ত দহন
তোমার বিচ্ছেদে অভিশপ্ত জীবন ,
একরাশ শূন্যতা যেন ঘিরে আছে আমার ভুবন ;
জানি আর আসবেনা ফিরে সেই দিনক্ষণ ।