রক্তের বাঁধন ছিলনা শুধু ছিল মায়ার বাঁধন ,
আমার মায়ের আঁচলের তলে নিয়েছিল ঠাঁই ;
সে আমার ছোট বোন যে ছিল অতি আপন ,
রক্তের বাঁধন ছিলনা শুধু ছিল মায়ার বাঁধন ।
মায়ের কাছে সে ছিল মুক্তা মানিক প্রিয় ধন ,
আজ রাতে  হারালাম তারে  কোথাও সে নাই ;
রক্তের বাঁধন ছিলনা শুধু ছিল মায়ার বাঁধন ,
আমার মায়ের আঁচলের তলে নিয়েছিল ঠাঁই ।


             ******




আমর মায়ের নিজের কোন মেয়ে ছিলনা ,তাই মেয়েদের প্রতি মা অন্যরকম টান অনুভব করতো , বাবা তাই একদিন মাকে একটি ছোট্ট মেয়ে শিশু এনে দিলেন যে ছিল আমাদের গরীব দুর্সম্পর্কের আত্মীয়ের মেয়ে , মা তাকে অতি আদরে বুকে টেনে  নিয়েছিল আমরাও তাকে  ছোট বোনের মর্যাদা দিয়েছি । আজ ৮ই সেপ্টেম্বর ২০২২ ইং  সেই বোন ঢেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চির বিদায় নিল , তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি ।