করিতে পারিনা প্রতিবাদ,লাজে মুখ লুকাই
বিপদে কারও হইনা বন্ধু মরমে মরিয়া যাই
চেয়েচেয়ে দেখি কত হিংসা কত অনাচার
ঘরে বাইরে দেখি কত ঘৃনা কত অবিচার ।


গরিবী যার নিত্য সঙ্গী কেউ ডাকেনা তারে,
স্বার্থের লাগি প্রিয়জন সব থাকে দূরে দূরে ,
নীতিকথায় সবাই পাকা শোনার কেউ নাই,
সদা সত্য বলার মানুষ কোথায় খুজে পাই !


কথার পিঠে কথা শুনি মিথ্যে কথার ফুলঝুড়ি,
সত্য কথা বলবে যে থাকবেনা তার  ঘরবাড়ী :
মজলুমের হাহাকারে হৃদয়ে জাগেনা ব্যথা,
দেখছি এখন মানুষরূপে জন্ম মোদের বৃথা ।