জননী জনম তব মমতায় বাঁধা ,
পারিনা হৃদয় দিতে যত তুমি চাও ;
তব প্রেমে মন হতে কেটে যায় ধাঁধা ,
বুকে আছে যত স্নেহ সব ঢেলে দাও ।


ভুবন মোহনী মায়া তোমার হাসিতে,
এ ভুবনে তুমি এক স্নেহময়ী মাতা ;
মাতা হয়ে পারো তুমি যন্ত্রণা সহিতে,
সন্তানের অবহেলা দেয় মনে ব্যথা।


প্রবঞ্চনা করে যারা  দুঃখ দিয়ে যায়,
শত অপরাধে তারে করে দাও ক্ষমা ;
কাছে টেনে নাও তারে আপন বিভায়,
স্নেহের আঁচলে বাঁধা তুমি আমার মা ।


জননীর বুক জুড়ে প্রেমের বারতা,
নাড়ী ছেড়া ধন তব গড়েছে সখ্যতা ।