যতদিন বেঁচে আছি জীবন মৃত‍্যুর মাঝখানে,
স্বপ্ন দেখবো ভবিষ‍্যতের নতুনের আহবানে ;
নিজেকে তৈরী করবো সাহসী যোদ্ধার মত,
শিখে নেব বেঁচে থাকার আছে তন্ত্র  মন্ত্র যত।
জীবনের সব প্রতিবন্ধকতাকে উপরে ফেলে,
কন্টকাকীর্ণ বাগান হতে গোলাপ আনবো তুলে ;
প্রেমরসে সিক্ত করবো জগতের সবার হৃদয়,
অনাচার অবিচারের বিরুদ্ধে হবো অকুতভয়।
চলার পথে আসবে বহু দুর্যোগ মহামারী,
দুর্বার প্রতিরোধে থামাবো মৃত‍্যুর আহাজারি ;
যতদিন বেঁচে আছি জীবন মৃত‍্যুর মাঝখানে,
নিজেকে রাখবো ব‍্যস্ত সদা মানুষের কল‍্যানে।