ক্ষণকালের যাত্রী আমরা এই বসুধায় ,
জীবনের ঠিকানা খুঁজেছি জানা অজানায় ;
কোন এক উষা র আলোয় পথচলা শুরু ,
অজানা শঙ্কায় মন শুধু কাঁপে দুরু দুরু ।

দেখি যে ঝড় উত্তাল ঢেউ ক্ষুব্ধ সিন্ধুতল ,
পার হয়ে যেতে হবে সব  সাগর অতল ;
হৃদয়ের তীর থেকে দূরে চেনা পথ ছেড়ে,
খুঁজি যারে সে যেন ডাকিছে হাত দুটি নেড়ে ।

আকাশ দেখে ভেবেছি পাখি হয়ে উড়ে যাই ,
অথৈ সাগরে দিশা হারিয়ে হাবু ডুবু খাই ;
তবুও থামেনি পথচলা চলে কত খেলা ,
চাওয়া পাওয়া লয়ে হেথা বসে কত মেলা ।


রৌদ্রোজ্জ্বল দিন শেষে ছুটি অস্তাচল পানে ,
যাত্রাশেষে ক্লান্তি জড়া আসে মরণের টানে