জীবন যেমন করে সাজাতে চেয়েছি
পারিনি তা, শুধু ব্যর্থ প্রয়াসে কেঁদেছি ;
ভালবেসে আমি শুধু দুঃখই পেয়েছি ,
প্রেম প্রত্যাশায় বুক বৃথাই বেঁধেছি ।
মানুষের মন জয় করিতে চেয়েছি
পারিনি তা , শুধু ঘৃণা তুচ্ছ সম দহে ;
আপনার ভেবে যাকে কাছেতে টেনেছি
সে ই দিলো অবহেলা, কত প্রাণে সহে ?


ভেবেছি সফলতায় রঙাবো জীবন , ;
কর্মে ধর্মে আচরণে হবো যে মহান
দিব্য জ্ঞানে জয় করি এই  ত্রিভুবন ,
পারিনি তা , ব্যর্থ হলো সব অবদান ।


সততার পথ খানি ছিল মনে আঁকা ,
মিথ্যারই আবরণে সত্য পড়ে ঢাকা ।