নদীর মত জীবন বয়ে চলে ধীরে ,
ঢেউ জাগে মনে তার ঝড়ের আভাসে ,
কত স্রোত বয়ে যায় তার বুক চিড়ে ;
জোয়ার ভাটার মত সুখ দুঃখ আসে ।
হৃদয়ে প্রেমের ছোঁয়া লাগে অনুরাগে,
দুটি মন এক হয়ে সুখ খুঁজে পায় ;
যখন প্লাবন আসে দুই তীর ভাঙ্গে,
ছলনার অবকাশে বিরহ জাগায়।


নদীর স্রোতের মত মানুষের মন,
যেতে চায় অজানায় সীমানা ছাড়িয়ে ;
আলো আঁধারের খেলা সারাটি জীবন,
অনেকেই আসে কাছে দু’হাত বাড়িয়ে।
দুঃখের দহনে তারা দূরে সরে যায়,
বাঁধ ভাঙ্গা স্রোত যেন দু’কুল ভাসায়।