জীবন ভাবনার বিবিধ শাখা প্রশাখায়
মানুষের সন্তরণ দেখি দৃপ্ত প্রত্যাশায়
কিছু তার প্রাপ্তি ঘটে আর কিছু থাকে বাকী
না পাওয়ার বেদনা পেয়ে জলে ভরে আঁখি ।


কখনও কখনও ভাবি মানব জীবন
হয়ত হঠাৎ থামবে হয়ে আবেগ প্রবণ
বহতা নদীর মত চলে আঁকা বাঁকা পথে ,
মোহনায় এসে দিক হারা ছোটে তীব্র স্রোতে ।


কত ঝড় কত মহামারী আসে এ ধরায়
মানুষ তাহারে জয় করে বাঁচার নেশায়
বাঁচার অদম্য প্রয়াসে সে গড়ে পরিবার
রক্তের বন্ধনে বাঁধা পড়ে তারা বারবার


ষড় রিপুর তীব্র দহনে  জ্বলে মানবাত্মা,
ধ্বংসের পথে বিত্তের কাছে বিকায় সে সত্তা।