ধরণীর মায়া ছেড়ে দূর হতে দূরে,
যেতে হবে জানি একা অনন্তের পথে;
জীবনের সব গান বাজে এক সুরে,
হারিয়ে তাল থামে তা জীবনের রথে।
কত প্রেম ভালবাসা কত স্নেহ মায়া,
জীবনের প্রতি বাঁকে ধরা দিতে চায় ;
ছলনাতে পড়ে মনে হতাশার ছায়া,
বিরহের জ্বালাতন অবিরাম ধায়।


কত যে প্রেমের ছোয়া ছিল এই মনে,
তার সবটুকু আজ হয়েছে মলিন ;
সাথী হারা হয়ে তাই থাকি তপোবনে,
বৈরাগ্য বেঁধেছে বাসা যা ছিল রঙ্গিন ।
মনের মকুরে আজ দেখি ধুপছায়া,
ছেড়ে যেতে হবে জানি জীবনের মায়া ।