জীবনে প্রত‍্যাশা থাকে একমুঠো শান্তি,
সে আশায় বুক বেঁধে থাকি সারাক্ষণ ;
প্রত‍্যাশায় ধরে ঘুন ভাঙ্গে এই মন,
জীবন চলার পথে হলে ভুল ভ্রান্তি।
জীবন সংগ্রামে জাগে  দেহ মনে ক্লান্তি,
ভালবাসা প্রেম আর যুগল বাঁধন,
মায়া মমতায় গড়া মানব জীবন ;
বিশ্বাসী মন পেলেই ফিরে আসে শান্তি।


বুকেতে লুকিয়ে থাকে অনেক যন্ত্রণা,
অসমাপ্ত রয়ে যায় কত যে বাসনা।
স্বার্থের কারনে ভাঙ্গে রক্তের বাঁধন,
প্রেম প্রীতি সব মিছে অর্থ বাসনায়,
কাছের মানুষ সব দূরে সরে যায় ;
শান্তি সুখের জীবন হয়না সাধন।