মানুষের ভেতরের যে প্রকৃত অনুভব
মনুষ‍‍্যত্ব বোধ,
শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ বিপ্লবী
চেতনা বোধ;
রক্ত কণিকায় উত্তাপ প্রেম ভাবনার,
সবই আজ নিভতে বসেছে
তোমার আমার অমানবিক আচরণে।
পাপ পঙ্কিলতায় ডুবে আছি
তুমি আমি আমরা সবাই।
দেহ মনের সব শক্তি আজ
তৈলাক্ত জীবনবোধে হচ্ছে ক্ষয়,
তেল ফুরোলেই নিভে যাবে জীবন প্রদীপ ;
নিভতে দিওনা তারে একটু হলেও জ্বালিয়ে রাখো,
হয়তো একদিন এখান থেকেই সৃষ্টি হবে
বিসুভিয়াসের।



প্রিয় কবি মুহাম্মদ জে. এইচ (রপ্পি ) এর স্বার্থের নগরীতে সবাই কবিতায় মন্তব‍্য করতে যেয়ে ভাবনায় ধরা দেয় তাই প্রিয় কবির প্রতি রইল কৃতজ্ঞতা ও অকৃত্রিম শুভকামনা।