বিপন্ন বিস্ময়ে কম্পমান যুবতী নারীর কোমল দেহ তরী,
ধরা দিল আমার বাহুডোরে, সে যেন এক স্বর্গীয় পরী!
পরিজাত এসে লুটায়ে পড়ে তাহার চরণ তলে,
কুড়ায়ে নিতে এসে দেখা পাই তার,
অদ্যকার বিপন্ন ধরাতলে।
অনিকেত প্রান্তরের মৌনতায় সে আমার কাছে আসে,
জৈবিক বোধ নয় মানবিক ভাবনায় সে আমায় ভালবাসে,
প্রসাধন নয় আটপৌরে শাড়ী ঢাকে তার যৌবন ;
শাড়ীর আঁচল খসে পড়তেই দেখি সেথা মৌবন,
আমার শরীরে জেগে ওঠে কামনার বহ্নিশীখা ;
প্রজ্জ্বলিত হয় দুটি হৃদয়ে কামাগ্নির শিখা।
আমার ভেতরে জেগে ওঠে রতিক্রিয়া রত যুবকের কায়া!
জোৎস্না ভরা রাতে গহীন নির্জনতায়
ভেজা ঠোঁটে সেই নারী কামুক আবাহন করে যায়!
অরণ‍্যক কালরাত্রির ঘটে আগমন,
ঘটে যায় কৌমার্যের সতিচ্ছেদ,
হয় রজঃস্বলা নারীর সুখ দুঃখের ব‍্যবচ্ছেদ ;
নিজেকে অপরাধী মনে হয় তবু ভাল লাগে
স্খলিত নারীর উষ্ণ পরশ, হয়ত যৌবন এমনি হয়!