দুর্বার গতি
কাজের বেলা ফাঁকি
কি ভীমরতি ,
বড় কর্তার ফর্দ
ব্যস্ত ভিষণ মর্দ ।

কি দক্ষতায়
মাখছো তুমি তেল
বদান‍্যতায় ,
ঠোঁটে চিকন হাসি
তোয়াজে খুব খুশী ।

জীবনখানা
গুছিয়ে নিতে ব্যস্ত
পথও চেনা ,
শুধু ঝোপ বুঝে কোপ দে
যে নাচে সে ই রাঁধে ।